সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরবাজও
সোহেল খানের জন্মদিনে বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের উপস্থিতিই সব থেকে বেশি চর্চিত। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পৌঁছান তিনি। শনিবার (২০ ডিসেম্বর) ৫৫ বছর বয়সে পদার্পণ করলেন খান পরিবারের অন্যতম সদস্য সোহেল খান।
অভিনেতার জন্মদিন উপলক্ষে করা হয়েছিল একটি বিশাল পার্টির আয়োজন। সেই পার্টিতে উপস্থিত ছিল পুরো খান পরিবার। বিশেষ করে উপস্থিত ছিলেন সালমান খান, বাবা সেলিম খান, সৎমা হেলেন এবং বড় ভাই আরবাজ খান। সোহেলকে বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে তারা সবাই এসেছিলেন।
সোহেল খানের জন্মদিন উপলক্ষ্যে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বান্দ্রার একটি রেস্তোরাঁয় ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন তার বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, আরবাজ খান, অর্পিতা খান শর্মা এবং পরিবারের অন্য ঘনিষ্ঠ সদস্যরা।
সোহেল একটি ডেনিম শার্ট ও মানানসই প্যান্ট পরে স্টাইলিশভাবে প্রবেশ করেন অনুষ্ঠানে। এবং অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। পার্টির ভেন্যুতে প্রবেশের আগে হাত জোড় করে পাপারাজ্জিদের সঙ্গে ছবি তোলেন এ অভিনেতা। তবে সব আলো যেন ভাইজানের আগমনের ওপরেই পড়েছিল। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তার প্রবেশ ছিল চোখে পড়ার মতো।
এদিন সালমান পরেছিলেন একটি নেভি ব্লু পোলো টি-শার্টের সঙ্গে কালো ডেনিম প্যান্ট এবং বুট। তিনি তার পরিচিত ভঙ্গিতে পাপারাজ্জিদের 'সালাম' জানিয়ে সম্ভাষণ জানান।
অন্যদিকে বড় ভাই আরবাজ খান একটি লাল টি-শার্ট ও সাদা প্যান্ট পরে অনুষ্ঠানে আসেন। তিনি গাড়ি থেকে নেমেই পাপারাজ্জিদের তার সদ্যোজাত সন্তানের ছবি না তোলার অনুরোধ করেন। তার হাতে একটি কাস্ট দেখা যাচ্ছিল, সম্ভবত সাম্প্রতিক কোনো কবজি বা হাতের আঘাতের কারণে, যদিও সেটি নিয়ে অভিনেতা কিছু জানাননি।

